রাজশাহী মহানগর শিবির সভাপতি-সেক্রেটারিসহ গ্রেফতার ৩
রাজশাহীতে মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর নওদাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগর শিবিরের সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি নাফিস রাইয়্যান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীম।
এ সময় ওই বাড়ি থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলছে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি মিজানুর রহমান খান ।
মন্তব্য চালু নেই