রাজশাহীর গোদাগাড়ীতে মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৬

রাজশাহীর গোদাগাড়ী মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষে ১জন নিহত ও ৬জন আহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার বসন্তপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় জাকির হোসেন (৩৫) নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের চ-ীপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন, শিবগঞ্জ চন্ডিপুর এলাকার লাল মহম্মাদের ছেলে জাকির হোসেন (৩১), শিবগঞ্জ বকপাড়া এলকার আব্দুর সাত্তারের ছেলে শাহিন (২৮), গোদাগাড়ী আমতলা এলাকার কালু কবিরাজের ছেলে দেলুয়ার (৩৪), গোদাগাড়ী বসন্তপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে মুস্তাকিন (২১), চাপাইনবাবগঞ্জ সোনা মসজিদ এলাকার আশপল বিশ্বাসের ছেলে অনাকুল (৩২) এবং চাপাইনবাবগঞ্জ সদরের আব্দুল হান্নানের ছেলে রনি (১৮)। তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে রাজশাহীগামী একটি চালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। উল্টে যায় ট্রাকটি। এতে আহত হন সাতজন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জাকির হোসেন মারা যান।

তিনি মাহেন্দ্রর যাত্রী ছিলেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মাহেন্দ্র ও ট্রাকটি সরানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হবে।



মন্তব্য চালু নেই