রাজশাহীতে নাশকতায় সহযোগিতা করায় আইনজীবী গ্রেপ্তার

রাজশাহীতে জামায়াত-শিবিরকে নাশকতার কাজে সহযোগিতার অভিযোগে আইনজীবী আহাম্মদুর রহমান রুমন (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আইনজীবী রুমন ওই এলাকার মৃত মখলেসুর রহমানের ছেলে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ছোট বনগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রাত সাড়ে ১০টার বোয়ালিয়া থানায় এ সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আইনজীবী রুমন প্রায় সময় জামায়াত-শিবিরের নাশকতামূলক বিভিন্ন কাজে অর্থ দেয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছিল। পাশাপাশি আদালতে স্বাভাবিক কার্যক্রমে নানান কৌশলে তিনি বিঘ্ন ঘটিয়ে আসছিল।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি নগরীর শাহ মখদুম থানার সামনে ককটেল বিস্ফোরণে দুই জন আহত ও কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনার একটি মামলার আসামি রুমন।



মন্তব্য চালু নেই