রওশন এরশাদের বাড়ির সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে শনিবার রাতে ময়মনসিংহ শহরে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পৈতৃক বাড়ির সামনে পাহারারত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে রোববার বিকেলে মহানগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে রাজশাহী জেলা জাতীয় শ্রমিক পার্টি ও ছাত্র সমাজ।

মিছিলের নেতৃত্ব দেন, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক ও জেলার প্রচার সম্পাদক সরদার জুয়েল। মিছিলটি রাজশাহী কলেজ চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক এইচ আর হাবিব।

এতে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক পার্টির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ইয়াসিন আলী, বাপ্পি হাসান, সদস্য মেহেদী, রহমান আলী, সজল, রাজিব ও জেলা ছাত্র নেতা বিটু, জয়, নওহাটা ছাত্র সমাজের সভাপতি তানভির রহমান শিমুল, সম্পাদক রাব্বি হাসান, পবা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক বিপুল প্রমুখ।



মন্তব্য চালু নেই