রাজন-রাকিবের ডেথ রেফারেন্সের কপি হাইকোর্টে

সিলেটের শিশু রাজন হত্যা ও খুলনার রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্সের কপি হাইকোর্টে এসে পৌঁছেছে।

আজ দুপুরের দিকে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

গত ৮ নভেম্বর রোববার দেশের বহুল আলোচিত সিলেটের শিশু রাজন হত্যা এবং খুলনার রাকিব হত্যা মামলার রায় হয়। দুই মামলার রায়ে আদালত ৬ জনের ফাঁসির দণ্ডাদেশ দেন। ঘটনার মাত্র চার ও তিন মাসের মাথায় এ ঘটনা দুটির বিচারের রায় হয় যা বাংলাদেশের ইতিহাসে নিম্ন আদালতে দ্রুততেম রায় হওয়ার নজির।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে চোর সাজিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। এবং গত ৩ আগস্ট বিকেলে খুলনা নগরীর টুটপাড়া এলাকায় শরীফ মটরসে কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়।



মন্তব্য চালু নেই