রাজন ও রাকিব হত্যা মামলার পেপারবুক তৈরি চলছে

চাঞ্চল্যকর রাজন ও রাকিব হত্যা মামলার পেপারবুক তৈরির কাজ চলছে। একইসঙ্গে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি ঐশীর মামলারও পেপারবুক তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন, হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির নির্দেশক্রমে রাজন ও রাকিব হত্যা মামলার পেপারবুক তৈরি করছি।’

এক প্রাশ্নের জবাবে ঐশীর মামলার পেপারবুকও এই সময়ের মধ্যেই তৈরি হবে বলেও জানান তিনি। তবে কত পৃষ্ঠার এই পেপারবুক তৈরি হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি হাইকোর্টের এই অতিরিক্ত রেজিস্টার।

গত বুধবার রাজন ও রাকিব হত্যা মামলার পেপারবুক তৈরির জন্য নির্দেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সেই নির্দেশক্রমেই এই পেপারবুক তৈরির কাজ চলছে।

প্রসঙ্গত, বহুল আলোচিত সিলেটের শিশু রাজন হত্যা এবং খুলনার রাকিব হত্যা মামলার রায় ঘোষণা হয় গত ৮ নভেম্বর। রায়ে দুই মামলায় ৬ জনকে ফাঁসির দণ্ড দেন আদালত।

অপরদিকে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে গত ১৩ নভেম্বর আদালত মৃত্যুদণ্ডাদেশ দেন।



মন্তব্য চালু নেই