রাজনীতি থেকে সরে দাড়ালেন কলারোয়ার বিএনপি নেতা আসাদ চেয়ারম্যান

রাজনীতি থেকে অবসরের ঘোষনা দিলেন সাতক্ষীরার কলারোয়ার এক বিএনপি নেতা। কলারোয়া সরকারি কলেজের সাবেক প্রো-ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সংবাদ সম্মেলনে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে ব্যবসা ও সমাজসেবা মূলক কর্মকান্ডে সক্রিয় থেকে তিনি জীবনের অবশিষ্ট অংশ অতিবাহিত করতে চান বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান।
মঙ্গলবার দুপুরের দিকে নিজের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে আশির দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরিচিত প্রতিবাদী কণ্ঠস্বর আসাদ বলেন, প্রতিপক্ষের রোষানলে পড়ে হয়রানির শিকার হয়ে আসছি। একটি মহল ষড়যন্ত্র করে আমাকে ক্ষতিগ্রস্ত করার কাজে লিপ্ত রয়েছে।
ট্রাক মালিক সমিতির এই সাধারণ সম্পাদক বলেন, আমি স্বেচ্ছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল কার্যক্রম থেকে পদত্যাগ ও রাজনীতি থেকে অবসর গ্রহণ করলাম। এসময় কলারোয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।






















মন্তব্য চালু নেই