রাজনীতিতে আসছেন আমির
‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের আবেদনই বলে দিচ্ছিলো, রাজনীতির ময়দানে দেখা যেতে পারে আমির খানকে। ওই অনুষ্ঠান প্রচারের পর রাজনীতি ও রাষ্ট্র বিষয়ক প্রশ্নই বেশি শুনতে হয় তাকে। এবার তিনি জানিয়ে দিলেন, রাজ্যসভার মনোনয়নের প্রস্তাব পেলে ভেবে দেখবেন।
প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অভিনেত্রী রেখার মতো রাজ্যসভায় মনোনীত হলে কী করবেন এমন প্রশ্নের উত্তরে `পঞ্চায়েত আজ তাক’ শীর্ষক অনুষ্ঠানে আমির বলেন, ‘তারা কী করছে তা নিয়ে মন্তব্য করতে চাই না। তারা আমার বন্ধু। তবে যদি এমন সুযোগ আসে তাহলে সমাজের কল্যাণে অবদান রাখার জন্য ভেবে দেখবো। যদি তেমন কিছু হয় তাহলে প্রতিদিনই সমাজের জন্য কাজ করবো।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতা কেন্দ্রীভুত করার প্রচেষ্টা সম্পর্কে জানতে চাইলে আমির বলেন, ‘আমি আসলে জানি না তিনি ঠিক করছেন কি-না। এসব ব্যাপারে আপনারাই ভালো বলতে পারবেন।’
আরেকটি প্রশ্নের উত্তরে ৪৯ বছর বয়সী এই তারকা বলেন ‘স্বীকার করছি, হিন্দি ছবিতে নারীদের উপস্থাপনের বেলায় দায়িত্বহীনতার পরিচয় পাওয়া যায়। এ কারণে ভুল বক্তব্য দেওয়া হচ্ছে। ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’ কিংবা ‘খাম্বে জ্যায়সি খাড়ি হ্যায়’, এমন গানগুলো মোটেই ভালো নয়। নারীদের অনুভূতিকে আমাকের শ্রদ্ধা করা উচিত। আমি নিজেও এমন গানে অংশ নিয়েছি। তবে এখন এ ধরনের কাজ এড়িয়ে চলি। আমার বন্ধুদেরও উপদেশ দেই এই বিষয়ে সংবেদনশীল হতে।’
মন্তব্য চালু নেই