রাজধানীর সাততলা বস্তি এখন আদর্শ নগর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আসিনুল হক বস্তিবাসীদের বস্তিবাসী না বলে অন্যান্য সাধারণ জনগণ হিসেবে বিবেচনা করার জন্য আহ্বান জানান এবং সাততলা বস্তির নাম পরিবর্তন করে আদর্শ নগর হিসেবে নামকরণ করেন।

আজ মঙ্গলবার বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে মহাখালী আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকা শহরের বস্তিবাসীরা ৯৫ ভাগ ওয়াসার পানির বিল পরিশোধ করেন। তাদের এখন দরকার পুনর্বাসন। বস্তিবাসীদের সাথে ব্রেইন স্টর্মিং করার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হবে।

অনুষ্ঠানে কাউন্সিলর মো. নাছিরের সভাপতিত্বে সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রাম অ্যান্ড স্পনসারশিপ) চন্দন জেট গমেজ প্রমুখ বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই