রাজধানীতে ৪ হাজার বাস নামাতে চায় উত্তর সিটি

রাজধানীতে বাস সংকট কমাতে নতুন ৪ হাজার বাস নামানোর চেষ্টা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদের বলেন, ‘মে মাসে উত্তর সিটি করপোরেশনের মেয়র আমাদের সঙ্গে মিটিংয়ে বসবেন। বাস সংকট কমাতে উত্তর সিটি করপোরেশন ৪ হাজার গাড়ি নামাতে চায়।’

তিনি বলেন, ‘মেয়র আনিসুল হক ৪ হাজার গাড়ি বিদেশ থেকে আনতে চেয়েছেন। এটি বাস্তবায়নের জন্য আমরা মিটিং করে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

এর আগে ফিটনেসবিহীন গাড়ির রুট পারমিট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ওবায়দুল কাদের। এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিএ এ বিষয়ে তালিকা করছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রাজধানীতে নতুন সংযোজিত হওয়া উবারের বিষয়ে কাদের বলেন, ‘আমরা এ বিষয়ে একটি কমিটি করছি। এটি একটি আধুনিক ব্যবস্থা। এটা বন্ধ না, সিস্টেমে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি।’



মন্তব্য চালু নেই