রাজধানীতে ৩৯ হাজার ইয়াবাসহ আটক ১

জধানীর সূত্রাপুর থানাধীন ১১নম্বর বি.কে. দাস রোড ফরাশগঞ্জ বিবিকা মাজারের সামনে অভিযান চালিয়ে ৩৯ হাজার ইয়াবাসহ সাব্বির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করে সূত্রাপুর থানা পুলিশ।

পুলিশের ওয়ারী বিভাগের ডিসি সৈয়দ নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, সাব্বির কক্সবাজার থেকে একটি কালো রঙের মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেটের এই চালান নিয়ে সূত্রাপুরের শ্যামাবাজারের দিকে আসছিল। এসময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সাব্বির। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য চালু নেই