নিলয় হত্যা : গ্রেফতারকৃতদের ১০ দিন রিমান্ড চেয়েছে পুলিশ

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে নিজ বাসায় খুন হওয়া ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সাদ আল নাহিয়ান ও মাসুদ রানা।

শুক্রবার সকালে রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠায় পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম সরকার জানান, ব্লগার আসিফ মহিউদ্দীন হত্যা চেষ্টার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃত নাহিন। হত্যা চেষ্টায় গ্রেফতারের পর তারা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। এরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাই সব দিক বিবেচনায় রেখে নিলয় হত্যায় জড়িত সন্দেহে তাদের আটকের পর গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ব্লগার নিলয় হত্যায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিয়ানকে রাজধানীর উত্তরা থেকে এবং মাসুদ রানাকে মিরপুরের কালশী থেকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।



মন্তব্য চালু নেই