রাজধানীতে বিশ প্লাটুন বিজিবি

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

বিজিবি’র সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যা ৬টার পর বিজিবি মোতায়েন করা হয়েছে। কেউ যাতে নাশকতামূলক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য জনগণের জানমাল রক্ষায় এ কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০ দলীয় জোট ঘোষিত অবরোধ কর্মসূচির পর রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হচ্ছে।



মন্তব্য চালু নেই