রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৫ হাজার মামলা

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে যানবাহনের বিরুদ্ধে প্রায় ৫ হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার দিনব্যাপী অভিযানে এসব মামলা দায়ের করা হয়।

ডিএমপি জানায়, মোট ৪ হাজার ৯১৬টি মামলার মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর কারণেই ৩৯৫টি দেয়া হয়েছে। এছাড়া যানবাহনগুলোর বিরুদ্ধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ, হুটার, বেকন লাইট, গাড়ির জানালায় কালো গ্লাস ব্যবহারের অভিযোগে বাকি মামলাগুলো করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এএসএম হাফিজুর রহমান বলেন, অভিযান থেকে মোট ৬ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৪৪টি গাড়ি ডাম্পিংয়ে এবং ৫৪৭ টি গাড়ি রেকারিং করা হয়েছে।



মন্তব্য চালু নেই