রাজধানীতে অবৈধ স্থাপনা ভাঙছে রাজউক

সেলিম রেজা, ঢাকা: রাজধানী ঢাকাকে কেন্দ্র করেই সকল জমির উপর প্রতিনিয়ত গড়ে উঠতে শুরু করেছে অফিস, শপিংমল ও বিভিন্ন নামি দামি রেস্তেরাগুলো। ঢাকা বলতেই সকলে বুঝে যা ব্যয়বহুল একটি শহর। আর ব্যয়বহুল বলেই ঢাকার সকল কিছুর মূল্যও বেশি বেশি। সব কিছুর সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাসা-বাড়ি, অফিস ও শপিংমল সমূহ। আর এই সবই অনেক টাকার বিনিময়ে ভাড়ায়/চুক্তিতে নিতে হয় ছোট ছোট ব্যবসায়ীদের। অনেক টাকায় ভাড়া দেওয়া যায় বলে জমি/প্লট এর মালিকরা তাদের নিজস্ব জমির সাথেই সরকারী জায়গা দখল করে নিয়ে অফিস, প্রতিষ্ঠান, শপিংমল বানিয়ে ভাড়া দিচ্ছে।

প্রতিবছর সরকারকে ফাঁকি দিয়ে আয় করে নিচ্ছে লক্ষ-কোটি টাকা। যে কারণে রাজধানীর নগর পরিকল্পনায়ও অনেক বিপত্তি ঘটছে। রাজউক এর আওতাভুক্ত সকল জমির উপর গড়ে উঠা অবৈধ অফিস ও শপিংমল ভেঙ্গে ফেরার কাজ শুরু হয়েছে।

আজ সকাল ১০টা রাজধানীর পান্থপথে দেখা যায় এমনি দৃশ্য। পান্থপথ থেকে ধানমন্ডির দিকে বেশ কয়েকটি রেস্তেরা ও দোকানপাট ভাঙে রাজউক।



মন্তব্য চালু নেই