রাউজানে মহিষের আক্রামণে স্কুল শিক্ষার্থী গুরুর আহত

চট্টগ্রামের রাউজান পৌরএলাকায় মহিষের আক্রামণে এক কেজি স্কুল শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে।
জানা যায়, ১৬ জানুয়ারী শুক্রবার উপজেলার হাজিপাড়ায় মহিষ শিং দিয়ে আক্রামন করলে শিশুটি গুরুতর আহত হয়। আহত শিশুটির নাম মোঃ নাহিদ হোসেন (৭)। সে রাউজান উপজেলার হাজিপাড়ার বড় মাওলানা সাহেব বাড়ির প্রবাসী মুহাম্মদ নাছির উদ্দীনের ছেলে। আহতবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির জন্য বলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বড় মাওলানা সাহেব বাড়ির সমানের জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করতে গেলে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে নেওয়ার পথে হঠাৎ মহিষটি লাফাতে শুরু করে। এসময় মহিষটি সামনের মানুষদের আঘাত করার চেষ্টা করলে সবাই পালিয়ে গেলেও শিশু নাহিদ হোসেন পালাতে পারেনি। মহিষটি শিং দিয়ে শিশুটিকে আঘাত করলে শিশুটি গুরুতর আহত হয়। মহিষটি শিশুটিকে আঘাত করে দ্রুত ব্যাপোয়ার হয়ে লাপা লাপি করতে থাকে। পরে স্থানীয়রা মহিষটিকে বিভিন্ন কৌশল অবলম্বন করে রশি বন্ধি করে।
জানা যায়, মহিষের শিংয়ে আহত শিশু মোঃ নাহিদ হোসেন জলিলনগর লিটল জুয়েলস ইনষ্টিটিউটের কেজির ছাত্র।






















মন্তব্য চালু নেই