রাউজানে আবারও চারগৃহে ডাকাতি : ২০ভরি স্বর্ণালংকারসহ নগদ দেড়লাখ টাকা লুট
চট্টগ্রাম রাউজানে দুটি পৃথক ইউনিয়নে ৪ ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারী দিবাগত রাতে বিশ-ত্রিশ জনের স্বশস্ত্র ডাকাতদল ২০ ভরি স্বর্ণালংকার নগদ দেড় লাখ টাকাসহ মুল্যবান সামগ্রি নিয়ে যায়। রাউজান থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে রাত ৩টার দিকে পুলিশ গিয়ে ডাকাত প্রতিরোধে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদল বেতাগি হয়ে রাক্সগুনিয়ার দিকে পালিয়ে যায়। স্থানীয় মেম্বার বাদিউল আলম জানান, পৃথক ডাকাতির এ ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের খৈয়াখালী গ্রামের প্রাক্তন মেম্বার সোনা ধর, লাত চৌধুরী ও ঝন্টু চৌধুরীর ঘরে। রাত আড়াইটার দিকে ২০-৩০ জনের ডাকাতদল হানা দিয়ে এই তিন ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ১৫ ভরি স্বর্ণাংকার ও মুল্যবান জিনিসপত্র লুট করে পালানোর সময় পুলিশের সাথে ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ডাকাতে ছুরিতে গৃহকর্তা লাত্তু চৌধুরীকে ছরিকাঘাত করলে তান কান কেটে যায়। আহত অবস্থায় লাত্তু চৌধুরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। অপরডাকাতির ঘটনাটি ঘরে কদলপুর ইউনিয়নের তাজ মোহাম্মদ চৌধুরীর বাড়ীর ইয়াছিনের ঘরে। এখান থেকেও নগদ ৫৭ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকারসহ ব্যাপক লুটপাঠ করে ডাকাতদল।
রাউজান থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা ডাকাতিকালে পুলিশ খবর পেয়ে প্রতিরোধের চেষ্টা চালায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাড়া খেয়ে ডাকাতদল রাঙ্গুনিয়ার দিকে পালিয়ে যায়।
মন্তব্য চালু নেই