রমনা থানার ওসির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রমনা থানার ওসি মো. মশিউর রহমানসহ দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে চাঁদাবাজি করার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন।

রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বাদীর জবানবন্দি গ্রহন করে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ মামলার অপর আসামি হলেন, নিউমার্কেট থানার উপ-পুলিশ পরিদর্শক জামাল হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, দুটি মিথ্যা মামলায় বাদী গ্রেপ্তার হয়ে রমনা থানায় রিমান্ডে থাকাকালীন গত ৩ জুন রমনা থানার ওসি মশিউর বাদী জাকির হোসেনকে তার কক্ষে ডেকে নিয়ে মারধর করে এবং ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মামলার অপর আসামি নিউমার্কেট থানার এসআই জামাল হোসেন।

এরপর ওসি মশিউর বাদীর স্ত্রীকে তার স্বামীর জীবন বাঁচানোর জন্য দুই লাখ টাকা দিতে খবর পাঠান। ওই রাতেই বাদীর স্ত্রী স্বামীকে বাঁচাতে ওসিকে দুই লাখ টাকা দেন। এরপর ওই মামলা থেকে গত ১০ জুন জামিনে তিনি মুক্তি পান।



মন্তব্য চালু নেই