যে ১৮টি “সংখ্যা” নিয়ে নারীরা মিথ্যা বলেন এবং আজীবন বলবেন!

সংখ্যা নিয়ে মিথ্যা, সেটা কী রকম? সংখ্যা নিয়ে নারীরা মিথ্যা কিন্তু ঠিকই বলেন। যেমন ধরুন, কোন নারীর কাছে তার বয়সটা জানতে চাইলে তিনি কিন্তু কখনোই সত্য বলবেন না! এমনই আরও কিছু সংখ্যা আছে, যেগুলো শত চেষ্টা করলেও কোন নারীর মুখ থেকে আপনি সত্য জবাব বের করতে পারবেন না। বিশেষ করে আপনি পুরুষ হলে তো একেবারেই না। চলুন, জেনে নিই সেই মজার জিনিসগুলো।

১) কেবল বয়স নয়, নারী তার সত্যিকারের ওজনও কখনো আপনাকে বলবেন না। বিশেষ করে ওজন কমিয়ে বলতে তারা মহা ওস্তাদ।

২) স্বামীর সত্যিকারের উপার্জন মেয়েরা কাউকে বলেন না।

৩) তিনি নিজেকে সুন্দর রাখতে কত টাকা ব্যয় করেন, সেটাও নারীরা কখনোই বলেন না।

৪) নিজের আসল প্রেমিকের সংখ্যা নারীরা কাউকে জানতে দেন না।

৫) ঠিক কত বছর বয়সে ভার্জিনিটি হারিয়েছিলেন, সেটাও কাউকে জানান না।

৬) শরীর সুন্দর রাখতে কত ঘণ্টা জিমে কাটান, সেটাও নারীরা বলেন না। বরং নিজেকে ন্যাচারাল বিউটি বলতেই ভালোবাসেন।

৭) নিজের ফিগারের সঠিক মাপটাও কাউকে বলতে চান না।

৮) নিজের ব্রা এর সঠিক সাইজ কাউকে বলেন না মেয়েরা, একটু বাড়িয়েই বলেন।

৯) কতটা সময় নিয়ে তৈরি হয়েছেন ডেটিং করার জন্য, সেটাও কোন পুরুষকে বলেন না মেয়েরা।

১০) নিজের উচ্চতা নিয়েও মিথ্যা বলেন মেয়েরা।

১১) আসলে কতজন যৌন সঙ্গী ছিল তার, এটা কোন মেয়ে কখনোই কাউকে বলেন না।

১২) কতজন বন্ধু বান্ধবীকে আসলে সত্যিকার অর্থেই পছন্দ করেন তিনি, এই সংখ্যাটিও জানতে পারবেন না কখনো। বরং বলবেন যে তিনি সবাইকেই ভালোবাসেন!

১৩) নিজের হিলের আসল উচ্চতা কাউকে জানান না মেয়েরা।

১৪) একটা পারফেক্ট সেলফি তোলার জন্য আসলে কত শত সেলফি তুলেছেন, সেটাও বলবে না কোন মেয়েই।

১৫) যৌন মিলনে অরগাজম পাবার সঠিক সংখ্যাটিও কাউকে বলেন না।

১৬) জীবনে কতজনের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, সেটাও মেয়েরা বাড়িয়েই বলেন।

১৭) কতজনের সাথে প্রতারনা করেছেন এটা মেয়েরা কাউকে বলেন না। সব ক্ষেত্রে নিজেকেই ভিকটিম দাবী করেন।

১৮) কতবার পরীক্ষায় ফেল করেছেন, সেটা বলতেও মেয়েদের বেজায় আপত্তি।

সূত্র- এলিট ডেইলি
37 Numbers A Woman Will Lie About Always And Forever



মন্তব্য চালু নেই