যে সড়কে চলতে গিয়ে কমর ব্যথা মন্ত্রীর

রাজধানীতে নির্মাণাধীন মগবাজার-মৌচাক উড়ালসড়কের (ফ্লাইওভার) নিচ দিয়ে বেহাল রাস্তায় চলতে গিয়ে কোমর ব্যথা হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

মন্ত্রী বলেন, ‘দুইদিন এ রাস্তাটি (মগবাজার-মালিবাগ) দিয়ে যাতায়াত করতে গিয়ে আমার কমর ব্যথা হয়েছে। আমাদের মন্ত্রীদের যদি এমন দশা হয়। তাহলে জনগণের কী হবে?’

মঙ্গলবার বেলা ১১টায় মগবাজারের ফ্লাইওভার নির্মাণ কাজ ও যানজট পরিদর্শনে এসে মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ফ্লাইওভার নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মোজাম্মেল হোসেনকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা বর্ষার সময় বৃষ্টির অযুহাত দিয়েছেন। এখন তো বর্ষা নেই। আমি আর কোনো অযুহাত শুনতে চাই না। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস। এদিন আমাদের আরো একটি বিজয়। এর মধ্যেই ফ্লাইওভারের নিচের রাস্তা ঠিক করে দেবেন। আর আক্টোবরের মধ্যে ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ করবেন।’

ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক করেই ফ্লাইওভার নির্মাণ কাজ করলে ভালো হতো বলেও এসময় মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘গতকাল সচিবালয়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে চায়নার একটি কোম্পানির সঙ্গে কর্ণফুলী ট্যানেল চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী বছরের জুলাইয়ের মধ্যে এ প্রকল্পের নকশা চূড়ান্ত হবে।’

মন্ত্রী দুই সিটি করপোরেশনের ফুটওভার ব্রিজের বেহাল দশা দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে অগ্রাধিকার ভিত্তিতে কাকরাইলের আইডিইবি ভবন সংলগ্ন ফুটওভার ব্রিজ ও উত্তর সিটি করপোরেশনকে ফার্মগেট আনন্দ সিনেমা হল সংলগ্ন ফুটওভার ব্রিজটি মেরামতের নির্দেশ দেন। তিনি বলেন, ‘যে কোনো সময় এ দুটি ফুটওভার ব্রিজ ভেঙে পড়তে পারে।’



মন্তব্য চালু নেই