যে কারণে নারীরা লাল পোশাক পরতে আগ্রহী

মন রঙিন হলে হরেক রঙের পোশাক পরবে এটাই স্বাভাবিক। কিন্তু লাল রঙের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। গবেষণা এবং সমীক্ষায় বলছে, অধিকাংশ নারী লাল রঙের পোশাক পরে সেক্সের সন্ধান করেন। লালপরী হয়ে পুরুষদের যৌন আবেদন জানাতেই পছন্দ তাদের।

এক গবেষণার বরাত দিয়ে কলকাতা টোয়েন্টিফোরের খবর, যে সমস্ত নারী যৌন সম্পর্ক গড়তে ইচ্ছুক, তারা লাল রঙের শাড়ি, সালোয়ার-টপ পরেন। এনিয়ে আগেও অনেক সমীক্ষা হয়েছে, যেখানে দেখা গেছে লাল পোশাক পরা নারীরা বরাবরই পুরুষদের আকৃষ্ট করে।

নিউইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয়, স্লোভাকিয়ার ট্রানাবা বিশ্ববিদ্যালয় এবং স্লোভাক অ্যাকাডেমি অফ সায়েন্সের গবেষণায় উল্লেখ করা হয়েছে, কোনো নারী লাল রঙের পোশাক পরলে নাকি অন্য নারীরা তাকে সন্দেহের চোখে দেখেন। সবক্ষেত্রে এমনটা না হলেও, লাল পোশাক পরে থাকলে অন্য নারী থেকে পুরুষের সাবধান থাকতে বলা হয়েছে ওই সমীক্ষায়। কারণ, মনে করা হচ্ছে যৌন আবেদন জানাতেই নারীরা লাল পোশাক পরেন। সমীক্ষায় আরও বলা হয়েছে, কোনো সুদর্শন পুরুষের সঙ্গে দেখা করতে গেলে নারীরা সাধারণ লাল রঙের শার্ট পরতে পছন্দ করেন।



মন্তব্য চালু নেই