যে কারণে নববধূকে নিয়ে মন্দিরে গেলেন রায়না
সদ্য বিবাহিত ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না সোমবার তামিলনাড়ুর নাগাপাত্তিনাম জেলার নবগ্রহ মন্দিরে পূজো দিলেন। গত ৩ এপ্রিল প্রিয়াঙ্কার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন রায়না।
এরইমধ্যে ঈশ্বরের আশীর্বাদ নিতে নবগ্রহ মন্দিরে হাজির তিনি। কপালে ভস্ম ও চন্দনের প্রলেপ মাখা সুরেশকে দেখা গেল একদম অন্য মেজাজে।
চেন্নাই সুপার কিংস-এর এই তারকাকে দেখতে জনতার ঢল নেমেছিল মন্দির চত্বরে।
তবে পুলিশি নিরাপত্তারও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এই মন্দিরে পুজো দিলে ৯ টি গ্রহের ক্ষতিকর প্রভাব থেকেই উদ্ধার পাওয়া যায় বলে বিশ্বাস প্রচলিত রয়েছে।
মন্তব্য চালু নেই