যে কারণে গ্রেফতার করা হল দেশের এই নামী খেলোয়াড়কে…

ভারতের কবাডি তারকা রোহিত চিল্লার কি ভেবছিলেন তাঁকে এভাবে শ্রীঘরে যেতে হবে? না-ভাবলেও, এটাই বাস্তব। রোহিতকে এদিন গ্রেফতার করা হয়েছে।

কী কারণে গ্রেফতার করা হল জাতীয় দলের এই খেলোয়াড়কে? তাঁর দোষটাই বা কী? পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রোহিতের স্ত্রী ললিতা চিল্লার আত্মহত্যা করেন। তাঁর সুইসাইড নোটে রোহিত ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছিলেন। ললিতার সুইসাইড নোট অনুযায়ী, রোহিত ও তাঁর পরিবার ললিতার উপরে অত্যাচার করতেন।

এই সুইসাইড নোটের জেরেই এদিন গ্রেফতার করা হল ভারতের এই তারকা প্লেয়ারকে। এদিন দুপুরে মুম্বই থেকে দিল্লি পুলিশের একটি দল গ্রেফতার করে রোহিতকে। তাঁর বাবা বিজয় সিংহও থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

উল্লেখ্য, ১৭ অক্টোবর বাপের বাড়িতে আত্মহত্যা করেন ললিতা। তাঁর দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট ও ভিডিও ক্লিপ উদ্ধার করে পুলিশ। সুইসাইড নোটে লেখা রয়েছে, ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে স্বামীর ঘরে তাঁর উপরে অত্যাচার চলত। রোহিত ডিভোর্সও চেয়েছিলেন।



মন্তব্য চালু নেই