‘আমিরের মতো ‘IDIOT’ শুধু ‘দঙ্গল’ করতে পারে….’

“আমিরের মতো একজন ইডিয়ট শুধু ‘দঙ্গল’-এর মতো ছবি করার সাহস দেখাতে পারে”। ‘দঙ্গল’ ট্রেলার দেখার পর এমনটাই জানালেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। তবে এটা কোনও নিন্দা নয়। বলতে পারেন মুগ্ধতা। মিস্টার চোপড়ার কথায়, ” ৫১ বছর বয়সে একজন অভিনেতা যেভাবে নিজেকে গড়ে তুলেছেন ছবির জন্য। সেটা আমির ছাড়া আর অন্য কেউ করতে পারে বলে আমার মনে হয়”।

হরিয়ানার কুস্তিগীর মহাবীর ফোগটের বায়োপিকে অভিনয় করছেন আমির খান। চরিত্রের প্রয়োজনে কখন পেশীবহুল যুবক তো কখন নিজেকে তৈরি করেছেন মেদবহুল একজন বাবা। সব মিলিয়ে ফোগটের লুকে আমির চমকে দিয়েছে সিনে-মহলে। সমালোচক থেকে দর্শক সবাই এখন প্রতীক্ষায় কবে মুক্তি পাবে ‘দঙ্গল’।

সলমন খানের পর বক্স অফিসের আখড়ায় মাস্টার স্ট্রোক দিতে নেমে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। কুস্তিবীর মহাবীর ফোগট ও তাঁর মেয়েদের জীবন নিয়ে তৈরি কাহিনি ‘দঙ্গল’। যেখানে দেশের মিসাইল তৈরি করতে বাবা চান ছেলে। মহাবীরের স্বপ্ন কুস্তিতে দেশের হয়ে সোনা আনতে তাঁর ছেলে। কিন্তু ভাগ্যের ফের তাঁর ঘরে আসে লক্ষ্মী। তবে মেয়ের শক্তি উপেক্ষা না করে। ববিতা ও গীতাকে নিজে হাতে কুস্তিগীর বানিয়েছেন তিনি। আজ তাঁরা পরিচিত দেশের কোণায় কোণায়। বড়দিনের মরশুমে মুক্তি পেতে চলেছে পরিচালক নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’।



মন্তব্য চালু নেই