‘যেকোনো সময় সিলেটের জঙ্গি আস্তানা নিয়ন্ত্রণে চলে আসবে’

‘যেকোনো সময় সিলেটের জঙ্গি আস্তানা নিয়ন্ত্রণে চলে আসবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমাদের প্যারা কমান্ডো বাহিনী প্রস্তুত আছে। যেকোনো সময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে।’

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দুই জঙ্গি নিহত হয়েছে বলে আমরা শুনেছি। আইএসপিআরের (ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স) প্রেস রিলিজে আরও দু-একজন থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এখনও সংখ্যা নিশ্চিত না। তবে যেকোনো সময় তাদের পরাস্ত করে আস্তানা নিয়ন্ত্রণে আসবে।’

তিনি বলেন, ‘আশঙ্কা করা হচ্ছে জঙ্গিরা ভেতরে বোমা রেখে থাকতে পারে। তাই ধীরে-সুস্থে কমান্ডোরা এগোচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানি না ঘটে। আশা করছি যেকোনো সময় অপারেশন শেষ হবে এবং প্রেস রিলিজ দিয়ে সারাদেশের মানুষকে জানিয়ে দেয়া হবে।’

অনেক দিন ধরে ওই এলাকায় আস্তানা তৈরি করা হয়। বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে মজুদ করা হয়। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসব বিস্ফোরক, অস্ত্র তারা ব্যবহার করছে তা লোকাল মার্কেট থেকে সংগ্রহ করা হতে পারে। এসব বিস্ফোরক কাঁধে করে আনা লাগে না, পকেটে করেও আনা যায়। এগুলোর জন্য কোনো পরিবহনও লাগে না, মানুষই আনতে পারে। সেজন্য তারা হয়তো একদিনে না, এক মাস অথবা দুই মাসে সংগ্রহ করেছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবে সজাগ ছিল বলেই তাদের চিহ্নিত করতে পেরেছে, কোনো গাফিলতি ছিল না।’

ভবনের ভেতরে জঙ্গিদের বড় কোনো নেতা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সঠিকভাবে বলতে পারছি না ভেতরে কারা আছে। তবে যেসব নাম আপনারা বলছেন, তারা থাকতেও পারে। হয়তো নতুন কিছু কিংবা বড় কারও নামও শুনতে পারেন।’



মন্তব্য চালু নেই