যুদ্ধাপরাধ: ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ২৬ জুলাই
মানবাতাবিরোধী অপরাধের মামলার আসামী যশোরের সাবেক সাংসদ শাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২৬ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ট্রাইব্যুনাল-১ বিচারক এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল রোববার এই আদেশ দেন।
এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময় আবেদনের শুনানি করেন প্রসিকিউটর সুলতানা রেজিয়া। পরে আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের জন্য ২৬ জুলাই দিন নির্ধারণের আদেশ দেন।
সাখাওয়াতের বিরুদ্ধে ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে যশোরে একাধিক মামলা রুজু করা হয়। পরে ওইসব মামলা ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হয়। ২০১২ সালের ১ এপ্রিল সাখাওয়াতের বিরুদ্ধে মামলা তদন্ত করার জন্য নথিভূক্ত হয়। ২০১৩ সালের ১৩ নভেম্বর থেকে তার বিরুদ্ধে তদন্ত করছেন আবদুর রাজ্জাক খান।
মন্তব্য চালু নেই