যুক্তরাষ্ট্রে অনশনে ৪৪ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এল পাসো ডিটেনশন সেন্টারে থাকা ৬৪ বাংলাদেশির মধ্যে ৪৪ জন অনশন করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেয়ার পরিবর্তে বহিষ্কারের নির্দেশ জারির পর তারা অনশন করছেন। গত বুধবার সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছেন।

অভিবাসীদের অধিকার নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘দেশিজ রাইজিং আপ এ্যান্ড মুভিং (ড্রাম)’ এর সংগঠক কাজী ফৌজিয়া বলেন, ন্যাশনাল লইয়ার্স গিল্ড এবং নো ওয়ান মোর ডিপোর্টেশন নামে দুটি সংস্থার পক্ষ থেকে অনশরতদের খোঁজ-খবর নেয়া হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে অনশনরত বাংলাদেশিরা বলেন, আমরা সবাই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছি কারও আবেদনই গ্রাহ্য করা হচ্ছে না।

মাহবুব জানান, তারা একেকজন প্রায় ২৫ লাখ টাকা দালালকে দিয়ে বিভিন্ন দুর্গম পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

অনশন ধর্মঘটের ব্যাপারে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের মুখপাত্র লেটিসিয়া জামারিপা শুক্রবার বলেন, এ মুহূর্তে এল পাসো সেন্টারে অনশন চলছে বলে আমার জানা নেই।



মন্তব্য চালু নেই