যাত্রীকে অর্ধকোটি টাকা ফিরিয়ে দিলেন বাংলাদেশি চালক!

আরিফুল করিম। প্রবাসী বাংলাদেশি। দুবাই জুড়ে তিনি ট্যাক্সি চালান। আরিফের ট্যাক্সিতে আপনি ভুলে কিছু ফেলে এসেছেন আর পরে তা ফিরে পাবেন না তা অসম্ভব। বিভিন্ন সময়ে সততা দেখিয়ে আরিফ জিতে নিয়েছেন দুবাইয়ে সড়ক ও পরিবহন ব্যবস্থাপনাকারী সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) কর্মকর্তাদের মন।

সম্প্রতি আরটিএ ট্যাক্সিচালক আরিফকে স্পেশাল ব্যাজ প্রদান করেছে। গর্বিত আরিফ তা পরে ঘুরে বেড়ান সমগ্র দুবাই। অনলাইন সংবাদমাধ্যম এমিরেটস ২৪/৭ ডটকম এ তথ্য দিয়েছে।

এক যাত্রী মনের ভুলে আরিফের ট্যাক্সিতে দুই লাখ ৩৫ হাজার দিরহাম (প্রায় ৫০ লাখ টাকা) ফেলে যান। আরিফ পেছনের সিটে পেয়ে সোজা আরটিএর কাছে জমা দিয়ে আসেন। আরিফ বলেন, ‘গত বছর রমজান মাস শেষ হওয়ার আগের দিকের ঘটনা। ওই যাত্রী প্যাকেটটি খেয়াল না করে ফেলে যান। পরে আমি সিটের মাঝখানে প্যাকেটটি পাই। সিটের মাঝখানে হাত দিয়ে প্যাকেটটি তোলার সময় বুঝতে পারি এতে দিরহাম আছে। আমি খুলে তা গুনে নেই। প্যাকেটে দুই লাখ ৩৫ হাজার দিরহাম ছিল।’

আরিফ আরো বলেন, ‘আমি আরটিএর কাছে দিরহামগুলো জমা দিয়ে আসি। একদিন পরই টাকার মালিক এসে তা নিয়ে যান। দিরহামের মালিক একজন ইরানি ভদ্রলোক। তিনি আমাকে ৩০০ দিরহাম পুরস্কার দেন।’

আরিফ জানিয়েছেন, এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। তাঁর ট্যাক্সিতে অনেক যাত্রী মানিব্যাগ, মুঠোফোন ফেলে যান। তিনি বলেন. ‘এসব জিনিস আমি আরটিএকে দিয়ে আসি।’

আরিফ জানালেন, এক যাত্রী ৫০ দিরহামের ভাড়ার জায়গায় ৫০০ দিরহাম দিয়ে দিয়েছিলেন। পরে তিনি যাত্রীকে ডেকে ভুলটা ধরিয়ে দেন!

দুই বছর ধরে দুবাইতে ট্যাক্সি চালান আরিফ। আরিফ জানান, তাঁর বাবা-মা তাঁকে সঠিকপথে চলার শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, ‘আল্লাহ আমাকে যথেষ্ট দেখাশোনা করেন। তাহলে আমি এত চিন্তা করব কেন?’



মন্তব্য চালু নেই