যশোরে সেপটিক ট্যাঙ্কে ৫ শ্রমিকের মৃত্যু
যশোরের কেশবপুরে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টার দিকে কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
গ্রামের বাসিন্দা আবদুস সালাম জানান, নিহতরা হলেন- বরণডালি গ্রামের আহাদ আলী গাজী (৪৫) ও তার ছেলে শফিকুল ইসলাম (২৩), পাশের সাহাপুর গ্রামের রাজমিস্ত্রি আবদুল হামিদ (২২), ইকবাল হোসেন (৩৫) ও ইবাদ হোসেন (২৮)।
খবর পেয়ে মণিরামপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান।
গ্রামবাসীরা জানায়, সরসকাঠি ডিগ্রি কলেজের পাশে একটি বাড়ির মালিক মাছ ব্যবসায়ী ওজিয়ার রহমান। তার বাড়িতে একটি নতুন সেপটিক ট্যাঙ্ক তৈরি করেন নির্মাণ শ্রমিকরা। বিকেল ৫টার দিকে সেপটিক ট্যাঙ্কের ঢালাইয়ের বাঁশ খোলার জন্য শ্রমিকরা ভেতরে নেমেছিলেন। একের পর এক শ্রমিক ট্যাঙ্কের ভেতর নামছিলেন। কিন্তু তারা আর উঠে আসছিলেন না। এভাবে একে একে বিষক্রিয়ায় মারা যান পাঁচ নির্মাণ শ্রমিক।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই