যশোরে সাংবাদিক লিটনের চাচা তাহেরের ইন্তেকাল

প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটির সদস্য জাহিদ আহমেদ লিটনের চাচা আবু তাহের ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০) বছর। তিনি স্ত্রী ও এক কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর শহরতলীর বিরামপুর পশ্চিমপাড়া জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে ঘোপ কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক লিটনের চাচা আবু তাহের দীর্ঘদিন কাতার প্রবাসী ছিলেন। কর্মস্থলের বাসভবনে গত ৭ অক্টোবর ভোররাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন ও ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। শনিবার তার লাশ দেশে আনা হয়। এরপর জানাজা শেষে তাকে দাফন করা হয়।



মন্তব্য চালু নেই