যশোরে মায়ের মৃত্যুতে বাবার বিরুদ্ধে মামলা

যশোরে নাছিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী ওয়াজেদ আলীর। সে সদরের পাঁচবাড়িয়া গ্রামের মৃত জামাল হোসেনের কন্যা। এ ঘটনায় নিহতের ছেলে রাসেল বাদী হয়ে বাবা বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে।

নিহতের ভাই শিমুল জানায় শনিবার রাত দেড়টার দিকে ওয়াজেদ ভুল তথ্য দিয়ে নাছিমাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়েছে। সকালে লাশ গোসল করানোর সময় মাথায় আঘাতের চিহ্ন দেখে পরিবারের মধ্যে চাঞ্জল্যের সৃষ্টি হয়। এ সংবাদ পুলিশ ওই গৃহবধুর লাশ ফের উদ্ধার করে হাসপাতালে আনে। দুপুরে লাশের ময়নাতদন্ত করেন।

তদন্ত রিপোটে বলা হয়েছে নাছিমার মাথায় লোহার রড বা ওই জাতীয় কিছু দিয়ে আঘাত করা হতে পারে। যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাছ আলী জানান নাছিমাকে হত্যা করা হয়েছে অভিযোগ ফের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।



মন্তব্য চালু নেই