যশোরে বোমা হামলায় আ.লীগ ও যুবলীগকর্মী নিহত
যশোরের বেনাপোল পোর্টথানার মর্শিডাঙ্গি এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বোমা হামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। যুবলীগকর্মী ইমানুরসহ (২৭) পুটখালী ইউনিয়ন যুবলীগকর্মী ও শিবনাথপুর বারোপোতা এলাকার আনিসউদ্দিনের ছেলে। আর আওয়ামী লীগকর্মী লালন (২৫) উত্তর বারোপোতা গ্রামের মাজেদের ছেলে।
বেনাপোল পোর্টথানার এসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্শিডাঙ্গি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মেয়র আশরাফুল আলম লিটন পক্ষের সঙ্গে এমপি শেখ আফিল উদ্দিন পক্ষের লোক-জনের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের এ দু’পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ হাতবোমা ফাটায়। এসময় ঘটনাস্থলে বোমার স্প্লিন্টারের আঘাতে লালন ও ইমানুর নিহত হন।
বেনাপোল পোটথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় এখনো থেমে থেমে ধাওয়া- পাল্টা ধাওয়া চলছে।
মন্তব্য চালু নেই