যশোরে জালে উঠে এলো ব্রিটিশ আমলের ‘সীমানা পিলার’

যশোরের অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া কামানের গোলা সদৃশ একটি বস্তু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে এটি ব্রিটিশ আমলের সীমানা পিলার। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের মাহবুব হোসেন তার পুকুরে মাছ ধরতে জাল ফেললে পিলারটি জালে আটকা পড়ে।

অভয়নগর থানার ওসি আনিসুর রহমান বলেন, কামানের গোলার মতো দেখতে বস্তুটির উচ্চতা ২৬ ইঞ্চি এবং ব্যাস ২১ ইঞ্চি। এটি আসলে কী তা জানতে বস্তুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানো হবে। সেখানে পরীক্ষা-নীরিক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সাংবাদিক মজিবর রহমান জানান, পিলার সদৃশ বস্তুটির গায়ে ইস্ট ইন্ডিয়া ১৮১৮ লেখা রয়েছে। এটি দেখতে বুলেট আকৃতির। এর কাছে লোহাজাতীয় কোন জিনিস ধরলে চুম্বকের মতো আকর্ষণ করছে।

এ ধরণের সীমানা পিলারের মূল্য কোটি টাকারও বেশি বলে এলাকায় প্রচলিত। সে কারণে পুকুর থেকে এ ধরণের পিলার উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক পর্যায়ে ভীড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।



মন্তব্য চালু নেই