যশোরের খবর (২৮/৯/১৪)

সাজাপ্রাপ্ত আসামি আটক:
যশোর কোতয়ালি থানা পুলিশ অভিযান চালায়। এ সময় সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিম মোল¬াকে আটক করেছে। সে যশোর সদরের কনেজপুর গ্রামের মৃত ইসমাইল মোল¬ার পুত্র।
শুক্রবার রাতে যশোর কোতয়ালি থানা পুলিশ ইব্রাহিম মোল¬ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করেছে। পুলিশ জানায় একটি মামলায় দুই বছর সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রাপ্ত হয়। এর পর থেকে সে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছে। শুক্রবার রাতে তাকে আটক করা হয়েছে।

নছিমন-করিমন-আলমসাধু ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত:
যশোর অফিস: শনিবার সকালে যশোর দড়াটানা ভৈরব চত্বরে নছিমন করিমন আলম সাধু ঐক্য পরিষদের উদ্যোগে নছিমন করিমন আলমসাধু চলাচলের দাবীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন নছিমন করিমন আলম সাধু ঐক্য পরিষদের সভাপতি
আমিনুর রহমান মামুন। অন্যানের মধ্যে উপস্থিতছিলেন ওয়ার্কার্স পার্টির যশোর জেলা সভাপতি পুলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি ইলাহদাদ খান,বুলবুল আহমেদ,আলাউদ্দিন,মোহাম্মদ মিঠু প্রমুখ।

ব্রি-৬২ মাঠ দিবস পালিত:
শনিবার বিকেলে যশোর সদরের লাউখালি মাঠে আধুনিক প্রযুক্তি জিংক সমৃদ্ধ ধান ব্রি-৬২ প্রদর্শনী মাঠ দিবস পালিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন স্মল এন্ড মিডিয়াম সিড প্রোডিউসর অ্যাসোসিয়েশনের জেলা সহ সভাপতি ইমাদুল হক খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক আবদুল আজিজ। অন্যানের মধ্যে উপস্থিতছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস, ড. আলমগীর হোসেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক সৈয়দ এজাজ হোসেন, বিএডিসি’র উপ পরিচালক এস এম ইকরামুল হক, রোকনুজ্জামান, কৃষিবিদ বীরেন্দ্র নাথ মজুমদার, কৃষক সবদুল হোসেন, কবীর হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই