মোদি-হাসিনার হাসি যেন থামেই না

যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণখোলা হাসিতে ফেটে পড়লেন। দুই নেতা প্রায় এক মিনিট ধরে হেসেই চললেন। কেন? কারণ সঞ্চালক ঘোষণা দেওয়ার সময় দুই নেতাকে ভুলক্রমে ‘পদত্যাগ’ করতে বললেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের হায়দ্রারাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে ২২ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এ সময় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুইজন মঞ্চে দাঁড়িয়েছিলেন।

এরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনের আনুষ্ঠিকতা ছিল। সে জন্য মঞ্চ থেকে তাদেরকে একধাপ নিচে নামার ঘোষণা দিতে গিয়ে সঞ্চালক বলে ওঠেন, ‘মে আই রিকোয়েস্ট দ্য টু প্রাইম মিনিস্টারস টু নাউ প্লিজ স্টেপ ডাউন।’ এর অর্থ দাঁড়ায়- আমি দুই প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার অনুরোধ করছি।

তার এই বক্তব্যে মোদির ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। এরপর তিনি তুমুল হাসিতে ফেটে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজের হাসি আটকাতে পারেননি। প্রাণখোলা হাসিতে যোগ দেন তিনি। প্রায় এক মিনিট ধরে তারা হাসতেই থাকেন। যেন থামেই না তাদের হাসি।



মন্তব্য চালু নেই