মোটরসাইকেলে আরোহী বহন নিষিদ্ধ

মোটরসাইকেলে চালক ছাড়া আরোহী বহনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতিকালে কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরণের নাশকতা ও সহিংসতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া কোন যাত্রী বহন করা নিষিদ্ধ করা হয়েছে।

১৯৮৩ সালের মোটর ভেহিক্যাল অধ্যাদেশ এর ৮৮ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।



মন্তব্য চালু নেই