মেয়ের ফোনে বাবার জরিমানা, ভেঙ্গে গেলো বিয়ে
জোর করে বাল্য দিয়ে দেয়ার অভিযোগে মেয়ে’র ফোনে বাবার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দঃ দলগ্রাম কালভৈরব এলাকায়।
পুলিশ জানায়, ওই উপজেলার তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে বিয়ে দিতে প্রস্তুতি নেয় তার বাবা ছাকমাল হোসেন। ওই ছাত্রী মোবাইল ফোনে বিয়ে ভাঙ্গতে কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেনকে অনুরোধ করেন। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই মেয়ে বাবা দঃ দলগ্রাম কালভৈরব এলাকায় রজব আলী’র পুত্র ছাকমাল হোসেন গ্রেফতার করেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক মামুন মিয়া ১ হাজার টাকা জরিমানা করেন।
কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই