মেয়র হলে সরকারি খরচে বিয়ে দেবেন নিজেও করবেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ। প্রতীক পেয়েছেন লাউ। পুরোদমে চলছে প্রচারণা। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছেন।

তবে অন্য প্রার্থীদের তুলনায় চল্লিশোর্ধ এ প্রার্থীর ইশতেহারে রয়েছে ব্যতিক্রমী প্রতিশ্রুতি। ৩০টি প্রতিশ্রুতি দিয়েছে তিনি। এর মধ্যে চার নম্বরে বলা হয়েছে, মেয়র নির্বাচিত হলে পূর্ণবয়স্ক ছেলে-মেয়েদের সরকারি খরচে বিয়ের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তিনি নিজেও বিয়ে করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব ও গণমাধ্যম কর্মী আয়াতুল্লাহর বয়স এখন ৪৭ বছর। তবে এখনো বিয়ে করেননি।

ইশতেহারে এই অভিনব প্রতিশ্রুতির ব্যাপারে জানতে চাইলে আয়াতুল্লাহ বলেন, ‘টাকা পয়সার অভাবে অনেক ছেলে-মেয়ের সঠিক সময়ে বিয়ে হয় না। আমি মেয়র হলে সিটি করপোরেশনের উদ্যোগে ওইসব ছেলে-মেয়ের বিয়ের ব্যবস্থা করবো।’

আর নিজের বিয়ের প্রসঙ্গে আয়াতুল্লাহ বলেন, ‘আমার তো এখনো সে রকম বয়স হয়নি। আমার চেয়েও বেশি বয়সে অনেকেই বিয়ে করছে। আমার বয়স ৪৭ চলছে। সেই হিসেবে এখনও সময় ফুরিয়ে যায়নি।’

আয়াতুল্লাহ এর আগে ২০০২ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন ৮৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন।



মন্তব্য চালু নেই