মেয়র পদে মনোনয়ন কিনলেন রনি

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেনে আলোচিত সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তার পক্ষে তিনজন ব্যক্তি এ মনোনয়নপত্র কিনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং অফিসার নেওয়াবুল ইসলাম।

বেশ কিছুদিন আগেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। যদিও তিনি এখন আর আগের রাজনৈতিক ব্যানারে কোনো তৎপরতা চালান না।

গোলাম রনি বলেন, ‘ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য বাস্তব জ্ঞান আমি অর্জন করেছি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, সুইডেনের স্টকহোম এবং ডেন মার্কের কোপেনহেগেন মহানগরীর ওপর গবেষণার সুযোগের কারণে।

অন্যদিকে, তুমুল প্রতিযোগিতা এবং সম্পূর্ণ বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের অভিজ্ঞতাও আমার রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার সমন্বয়, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন এবং এলাকার উন্নয়ন করার বাস্তব নমুনা আমি রেখে এসেছি ১১৩ পটুয়াখালী-৩ নামক সংসদীয় নির্বাচনী এলাকায়।’



মন্তব্য চালু নেই