পরিস্থিতি বুঝে স্মৃতিসৌধে যাবেন খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মৃতিসৌধে যাবেন কি না তা পরিস্থিতির উপর নির্ভর করছে। পুরিস্থিতি বুঝে যেটা সম্ভব সেটাই করা হবে। এমনটিই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বুধবার সকাল ১০টার দিকে গুলশানস্থ সিঙ্গাপুর দূতাবাসে দেশটির স্থপতি লি কুয়ান ইউ’র মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যাবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো অনেক সময় আছে। সময় হলে বিএনপির পক্ষ থেকে সে ব্যাপারে আপনাদেরকে জানানো হবে।’

সিটি নির্বাচেন বিএনপি দলীয় প্রার্থী দিচ্ছে কি না- জানতে চাইলে মঈন খান বলেন ‘এটি স্থানীয় সরকার নির্বাচন, তাই আইনগত দিক থেকে এখানে কোনো দলীয় সিদ্ধান্ত নেয়া যায় না। তবে বিএনপি কাকে সমর্থন দেবে তা সময় হলে আপনারা জানতে পারবেন।’

বিএনপির এ নেতা বলেন, ‘সিঙ্গাপুরের স্থপতির মৃত্যুতে খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা শোক বইয়ে স্বাক্ষর করতে এসেছিলাম। তার মৃত্যুতে আমরা খালেদা জিয়ার পক্ষ থেকে শোক বার্তা দিয়েছি।’

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ মঈন খানের সঙ্গে ছিলেন।



মন্তব্য চালু নেই