মেহেরপুরে ওয়ার্কার্স পার্টির কয়েক নেতার সিপিবিতে যোগদান
মেহেরপুর জেলার সাবেক ও বর্তমান ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) যোগদান করেন। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির ২য় তলায় সমাবেশ কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রসিডিয়াম সদস্য রফিকুজ্জামানের হাতে ফুল দিয়ে তারা বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) যোগদান করেন। মেহেরপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক ৩২ জন সদস্য সহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) তে যোগদান করেন। ওয়ার্কার্স পার্টির কমরেড জালালউদ্দিন বলেন,“ ওয়ার্কার্স পার্টি তার নিজস্ব নীতি থেকে সরে গেছে তাই আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) তে যোগদান করেছি। অনুষ্ঠানে যোগদান কারীগণ ছাড়াও রাকসুর সাবেক ভিপি কমরেড রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় সদস্য ইদ্রিস আলী, সিপিবি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মেহেরপুর জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই