মেলায় বিপাশা হায়াত
অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনেই হাজির হয়েছেন গুণী অভিনেত্রী বিপাশা হায়াত। তবে সশরীরে নয়, নিজের সৃজনশীল কাজের মাধ্যমে হাজির হয়েছেন তিনি।
মেলায় শব্দশিল্প প্রকাশনী প্রকাশ করেছে আবুল হায়াতের গল্পের বই ‘চোখ গেল পাখি’ ও তৌকীর আহমেদের নাটকের বই ‘অজ্ঞাতনামা’। পরিবারের এ দুই সদস্যের বইয়ের প্রচ্ছদ এঁকেছেন বিপাশা হায়াত।
এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘আমি প্রফেশনাল আঁকিয়ে নই। মনের আনন্দে আঁকি। এ বছরও দুটো বইয়ের প্রচ্ছদ আঁকলাম। আশা করি পাঠকের পছন্দ হবে।’
তিনি আরও বলেন, ‘নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে। তবে শুটিংয়ের ফাঁকে সময় করে মেলায় হাজির হব।’
মেয়ের প্রচ্ছদ করা প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘বিপাশা যখন চারুকলার ছাত্রী ছিল সেই ছাত্র জীবনেই আমার প্রথম বইয়ের প্রচ্ছদ আঁকে। তা ছাড়া আমিও শুরু থেকে চেয়েছি আমার বইয়ের প্রচ্ছদ যেন বিপাশাই আঁকে। শুরুতে এটা ছিল আমার শখ। আর এখন তা রীতিমতো চাওয়ায় পরিণত হয়েছে। তাছাড়া বিপাশা তো এখন অনেক পরিণত শিল্পী।’
মন্তব্য চালু নেই