মৃত্যু বারবার আমার পিছু ছুটেছে : প্রধানমন্ত্রী

মৃত্যু বারবার আমার পিছু ছুটেছে কিন্তু আমি ভিতু ছিলাম না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন জাতির জনক। বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেনি, যারা বাঙালির অস্তিত্ব বিশ্বাস করেনি তাদের দোসরাই জাতির পিতাকে হত্যা করেছে।

তিনি বলেন, আগস্ট মাস আমাদের কাছে এমনিই শোকের মাস। ১৫ আগস্ট জাতির পিতাসহ পরিবারের সদস্যদের হত্যা করা হয়।

২১ আগস্টের ঘটনার ভয়াবহ স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, একটার পর একটা গ্রেনেড হামলা চালানো হয়। তারা ১৩টি গ্রেনেড তারা মেরেছে। আমার গায়ে রক্ত দেখে অনেকে ভেবেছে আমি আহত। আল্লাহর রহমতে আমার শরীরে কোনো স্প্লিন্টার লাগেনি। হানিফ ভাইয়ের গায়ে লাগে, তিনি রক্তাক্ত হন।

এ সময় গ্রেনেডের ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিলো না। চলে যাওয়ার সময় আমার গাড়িতে গুলিও করা হয়েছিলো। তবে বুলেটপ্রুপ গাড়ি হওয়ায় গুলি লাগেনি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

তিনি বলেন, ২১ আগস্টের দিন সমাবেশের আশপাশে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। কোনো নিরাপত্তাবলয়ও ছিলো না।

প্রকাশ্যে দিবালোকে এভাবে গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করা হয়।

তিনি বলেন, ওই হামলায় আমরা আইভি রহমানকে হারাই। আওয়ামী লীগের অনেক নেতাকে হারাই।



মন্তব্য চালু নেই