‘মূর্তি’ অপসারণের বিকল্প সহ্য করা হবে না : ইসলামী আন্দোলন

আগামী ২০ এপ্রিলের মধ্যেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর কোনও বিকল্প সহ্য করা হবে না বলেও জানিয়েছে দলটি। সোমবার বিকেলে দলীয় এক সভায় দলটির পক্ষে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, গণভবনে দেশের শীর্ষ আলেমদের সামনে করা ওয়াদা অনুযায়ী অবিলম্বে গ্রিক দেবীর মূর্তি ভেঙে দিয়ে ওয়াদা পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাচ্ছি। এবার ওয়াদা খেলাফ করলে আজীবনের জন্য আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হবে।

ইউনুছ আহমাদ আরও বলেন, গ্রিক দেবীর মূর্তি মুসলমানদের সংস্কৃতির অংশ নয়। এটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতীক। ৯২ ভাগ মুসলমানের এদেশে সাম্প্রদায়িক মূর্তি স্থাপন করে কারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের খুঁজে বের করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন, মাহবুবুর রহমান ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।



মন্তব্য চালু নেই