মুস্তাফিজের বোলিংয়ে সান্ত্বনা খুঁজলেন মাশরাফি

সান্ত্বনার জয়ও পাওয়া হলো না বাংলাদেশের। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটসম্যানরা এদিন ভালো পারফরম্যান্স করতে না পারলেও বোলিংয়ে চমক দেখিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে তিনি নিয়েছেন ৫ উইকেট। তাই এই ম্যাচে মুস্তাফিজের এই পারফরম্যান্সেই সান্ত্বনা খুঁজলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটি খুবই কঠিন ছিল। এখান থেকে আমরা ইতিবাচক কিছু নিতে পারি। যেমন, মুস্তাফিজ আজ পাঁচ উইকেট নিয়েছে। তাকে মাপা আসলে কঠিন। নেটে আমাদের ব্যাটসম্যানরাও সংগ্রাম করে। আশা করি, সে দশ বছর বা তার বেশি সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিবে।

নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, মুস্তাফিজ ব্রিলিয়্যান্ট, বিশেষ করে এই উইকেটে। সে আজ ভালো বল করেছে। আমরা অনেক ভ্রমণ করেছি। কিন্তু ছেলেরা শিডিউল ও পিচের সাথে নিজেদের মানিয়ে নিতে পেরেছে।



মন্তব্য চালু নেই