মুজাহিদের আপিল : যুক্তিতর্ক উপস্থাপন ২৪ মে
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানি আগামী ২৪ মে রোববার পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্ট।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন শেষে পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করছেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান।তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশির মনির।রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, বিচারপতি বা আইনজীবীরা অসুস্থ না হলে এবং খুব গুরুত্বপূর্ণ মামলা না আসলে আমরা আশা করছি এ মাসের মধ্যে মুজাহিদের মামলার আপিল শুনানি শেষ হতে পারে।
শিশির মনির বলেন, আদালতে পেপারবুক পড়া শেষ হয়েছে। আগামী রোববার থেকে মুজাহিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
এর আগে গত ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ১৭ মে মুজাহিদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।
২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।
মন্তব্য চালু নেই