মুখ খুললেন ‘দিশেহারা’ মরগান
অনেক আশা-ভরসা নিয়েই বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় ইয়ান মরগানকে। অ্যালিস্টার কুকের স্থলাভিষিক্ত হন তিনি। কিন্তু বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পুরোটাই ব্যর্থ মরগান!
জন্ম দিলেন বিতর্কের। দল ডুবেছে লজ্জার সাগরে। অ্যাডিলেড ওভালে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে বিদায় নিশ্চিত হয় ইংল্যান্ডের। আর তাতে প্রশ্ন উঠেছে মরগানের অধিনায়কত্ব নিয়ে। আবার কেউ কেউ তার দেশপ্রেম নিয়েও প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছেন।
সমালোচকদের রোষানলে পড়েছেন তিনি। এক কথায়, দিশেহারা মরগান। কেন দল হেরেছে? এর ব্যাখ্যা চাওয়া হচ্ছে তার কাছে। কিছুটা বিরতি নিয়ে মুখ খুললেন মরগান। জানালেন, জেতার মতো ক্রিকেট খেলেনি ইংল্যান্ড!
নিজের ফর্মের পাশাপাশি দলের পারফরম্যান্সেও হতাশ মরগান। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা জেতার মতো খেলিনি। দলের পারফরম্যান্স ছিল হতাশায় ঠাসা। ব্যাটসম্যানরা রান না পাওয়াতে বোলারদের ওপর চাপ বেড়ে যায়। যে কারণে তারাও ব্যর্থ হয়েছে।’
মন্তব্য চালু নেই