মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে (৫৭) হত্যার দায়ে তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এর বিচারক রেজা মোহম্মদ আলমগীর হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুস সালাম (৩১), জামিল মন্ডল (৪১) ও আব্দুল হামিদ মালিথা (৪১)।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারু সন্ধ্যায় দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামের আসামি আব্দুস সালাম, জামিল মন্ডল এবং আব্দুল হামিদ মালিথা বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিনকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ৯টার সময় বীর চরের মাঠ থেকে মুক্তিযোদ্ধা খবির উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

পরের দিন নিহতের স্ত্রী উর্জিনা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। তদন্তে পুলিশ জানতে পারে আসামিরা খবির উদ্দিনকে গলাই মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করে।

পুলিশ প্রতিবেদন ও দীর্ঘ শুনানী ও সাক্ষ্য শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অনুপ কুমার নন্দী বলেন, পুলিশ এজাহারভুক্ত অসামিদের বিরুদ্ধে প্রথম দফায় কোনো অপরাধ না পেয়ে চার্জশিট প্রদান করে। পরে অধিক তদন্ত করে মূল আসামিদের চিহ্নিত করা হয়।



মন্তব্য চালু নেই