মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন তরান্বিত করতে হবে
রবিউল ইসলাম শাহীন, পাবনা প্রতিনিধি: পাবনার নবাগত জেলা প্রশাসক রেখা রানী বালো বলেছেন যাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে তাদের মধ্যে দেশাত্মবোধ রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা মানুষকে যেমন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়, তেমনি দেশের উন্নয়নের বিষয়েও বিবেক ও মনকে জাগ্রত করে তোলে। সুতরাং প্রতিটি মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন তরান্বিত করতে হবে। তিনি গতকাল সোমবার দুপুরে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা প্রশাসক উপস্থিত জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্দেশ্যে আরো বলেন আমি ঐতিহ্যবাহী এউপজেলার মানুষের ভাগ্যন্নোয়নে আন্তরিকভাবে কাজ করে যাবো। তবে যেহেতু দেশের সম্পদ সীমিত সেহেতু আপনাদেরকেউ নিজ নিজ অবস্থানে থেকে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধান তথা উন্নয়নে ভূমিকা রাখতে হবে। উপজেলা চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন ও আজমিরা সুলতানা পলী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের রোকন, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার, অধ্যক্ষ আব্দুল বাচেত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ সরদার, সুজানগর প্রেস ক্লাবের সভাপতি শেখ তৌফিক হাসান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুবোধ কুমার নটো ও প্রধান শিক্ষক মনসুর আলী। এর আগে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সুজানগর পৌরসভা এবং সুজানগর প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া জেলা প্রশাসক রেখা রানী বালো এদিন উপজেলা নির্বাহী অফিস, সুজানগর থানা, উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন।
মন্তব্য চালু নেই