মীর কাসেমের আপিল শুনানি শেষ হচ্ছে আজ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি শেষ হচ্ছে আজ বুধবার।

গতকাল মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবারের মধ্যে এই মামলার কার্যক্রম শেষে করতে দুই পক্ষের আইনজীবীকে বলেছেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ।

একই সঙ্গে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর আলবদর নেতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর চার সপ্তাহ পর খালাস চেয়ে সুপ্রিমকোর্টে আপিল করেন কাসেমের আইনজীবীরা।

এদিকে কাসেম আলীর আপিল শুনানিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার গাফিলতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, অভিযোগের স্বপক্ষে পর্যাপ্ত সাক্ষী না থাকা, মামলার তদন্তে ত্রুটি’সহ বিভিন্ন কারণে এ ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। তবে প্রসিকিউশনের ব্যর্থতার দায়ে যুদ্ধাপরাধী মীর কাসেমের মৃত্যুদণ্ডের সাজার কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই